সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি সংক্রান্ত তথ্যঃ 

১০ ডিসেম্বর ২০১৭ সকাল ৯ টা থেকে A ইউনিটের উপজাতি কোটায় মেধাতালিকা ১-৭অপেক্ষমান তালিকা ৭-২৫ (আসন খালি থাকা সাপেক্ষে);
B ইউনিটের উপজাতি কোটায় মেধাতালিকা ১-৭অপেক্ষমান তালিকা ৮-৩৫ (আসন খালি থাকা সাপেক্ষে),
C ইউনিটের উপজাতি কোটায় মেধাতালিকা ১-৪অপেক্ষমান তালিকা ৫-১০ (আসন খালি থাকা সাপেক্ষে);
D ইউনিটের উপজাতি কোটায় মেধাতালিকা ১-২ জন (বিজ্ঞান), ১-২ জন (বানিজ্য), ১ জন (মানবিক); অপেক্ষমান তালিকা ৩-১০ (বিজ্ঞান), ৩-১০ (বানিজ্য), ২-৭ (মানবিক) আসন খালি থাকা সাপেক্ষে। 
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র
  ১. এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে
২. টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের (ভর্তি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) কপি
৩. ইউনিট ভিত্তিক “বিষয় নির্বাচনী ফরম“ (চয়েস ফরম) অনলাইন থেকে সংগৃহ ও পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
৪. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৫. নাগরিকত্ব সার্টিফিকেট/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর সত্যায়িত কপি
৬. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা-দাদীনানা-নানীর সম্পর্কের সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত কপি
৭. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি এবং
৮. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি-চার্জ বাবদ সকল গ্রুপের জন্য আনুমানিক ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা ভর্তি হওয়ার জন্য সঙ্গে আনতে হবে।

মন্তব্যসমূহ